হাতিয়ার সংবিধান। সাধারণতন্ত্র দিবসে মোদি-শাহকে খোঁচা পিকের। সাধারণতন্ত্র দিবসে সংবিধান রক্ষায় প্রতিশ্রুতি পালনের বার্তা দিলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা তথা প্রশান্ত কিশোর। টুইটারে তিনি লিখেছেন, সংবিধানের প্রস্তাবনাগুলি আরও একবার মনে করে তা পালনে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য আজকের চেয়ে ভাল সময় আর নেই।
তৃণমূলের অন্দরে পিকে ‘স্যার’-এর কথা মেনেই এখন সবাই চলছেন। সাধারণতন্ত্র দিবসে তাঁর বার্তা ‘আমরা, ভারতের জনগণ’ এই শব্দবন্ধ দিয়ে শুরু হওয়া সংবিধানে যে যে প্রস্তাবনা রয়েছে, সেই সার্বভৌমত্ব, সমাজতান্ত্রিকতা, ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হই, সেই প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর হওয়ার মতো ভাল সময় আর নেই। যথাযথ বিচার, মত প্রকাশের স্বাধীনতা, সমতা এবং নিরাপত্তা দানের মধ্যে দিয়ে জীবন এগিয়ে চলবে। বিশেষত যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদের এসব পালনের নিশ্চয়তা দিতে হবে। প্রশান্ত কিশোরের নিশানা যে বিজেপি তা সহজেই বোঝা যাচ্ছে। তাঁর এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.