রাহুল-শ্রেয়সের ঝড়ে কিউই বধ

0
1

বিধ্বস্ত নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ২০৩ রান করার পর ভারতীয় বোলারদের দাপটে দ্বিতীয় টি-২০ ম্যাচে কিউইরা আটকে গেল ১৩২ রানে। সৌজন্যে ডেথ ওভারে বুমরা-শামির অসাধারণ বোলিং। গ্যাপ্টিল ৩৩ আর টি শেফার্ড ৩৩। বাকি কেউ চোখে পড়ার মতো প্রতিরোধ গড়তে পারেননি। উইকেট নিলেন জাদেজা ২টি, শার্দুল, শিবম, বুমরাহরা একটি করে।

পাল্টা খেলতে নেমে রোহিতের ব্যর্থতার পর্ব অব্যাহত। রোহিত ৮ আর কোহলি ১১রানে ফিরে যাওয়ার পর প্রথম ম্যাচের মতো দলের হাল ধরলেন শ্রেয়স আর রাহুল। দুজনে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। শ্রেয়স যখন ৩৩ বলে ৪৪ রান করে ফিরে গেলেন, তখন ভারতের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৮রান। রাহুল শুধু হাফ সেঞ্চুরি করলেন তাই নয়, কি অ্যাঙ্কর রোলের ভূমিকায় খেললেন প্রথম থেকে শেষ পর্যন্ত, অপরাজিত ৫৭(৫০)। এবং প্রথম ম্যাচের মতো দলকে ছক্কা মেরে জেতালেন শিবম দুবে। ভারত শুধু সাত উইকেটে জিতল তাই নয়, ১৫ বল বাকি থাকতেই পাঁচ সিরিজের ম্যাচে ৩-০-তে এগিয়ে গেল। তৃতীয় ম্যাচ বুধবার।

আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবসের রাজপথে ধ্রুব, বজ্র, ভীষ্ম, রুদ্র