“দেশভাগ হতে দেবো না”! আওয়াজ তুলে প্রজাতন্ত্র দিবসে রাজপথে ছাত্রসমাজ

0
3

কোনওমতেই “দেশভাগ হতে দেবো না”! এই আওয়াজ তুলে আজ, রবিবার প্রজাতন্ত্র দিবসের দিন নাখোদা মসজিদ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এক মিছিলের আয়োজন করেছিল পড়ুয়ারা। সেখানে অংশ নিয়েছিল যাদবপুর-কলকাতা-প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। তাদের এই মিছিলে বহু

সাধারণ মানুষও পা মিলিয়েছেন।

এই মিছিল থেকে ছাত্রসমাজ রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যেভাবে রাখি বন্ধন করেছিলেন, সেভাবেই তারা NRC-CAA বিরোধী প্রতিবাদ জানিয়েছে। তাদের আরও দাবি ছিল, বর্তমানে দেশে যে সংবিধান বিরোধী নাগরিকত্ব আইন লাগু হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।