রাত পোহালেই বিধানসভায় উঠছে CAA প্রত্যাহারের প্রস্তাব, তৃণমূলকে সমর্থনের সম্ভাবনা বাম-কংগ্রেস

0
2

বহু চর্চিত কেন্দ্রের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহারের প্রস্তাব সোমবার রাজ্য বিধানসভায় তোলা হচ্ছে।

মূলত শাসকদল তৃণমূল সিএএ প্রত্যাহারের দাবিতে প্রস্তাবটি বিধানসভায় তুলতে যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে বিরোধী দল কংগ্রেস ও বাম দলগুলিও এই ইস্যুতে সরকারকে সমর্থন করতে পারে। ইতিমধ্যে কেরালা, পঞ্জাব ও রাজস্থানে সিএএ প্রত্যাহারের দাবিতে সেই রাজ্যগুলির বিধানসভায় প্রস্তাব পাস হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) নিয়ে এখন উত্তপ্ত জাতীয় রাজনীতি। রাজ্যে রাজ্যে চলছে এই আইন বাতিলের আন্দোলন-বিক্ষোভ-প্রতিবাদ-মিছিল। দাবি উঠেছে—ধর্মনিরপেক্ষ ভারতে এসব আইনের মাধ্যমে সাম্প্রদায়িক বিভাজন মানবে না দেশবাসী। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিজেপির আপাতত বাংলায় এনআরসি নিয়ে কথা না বললেও সিএএ হবে সেটা কিন্তু এই বিতর্কের মাঝেও জোরের সঙ্গে বলছে।

তবে তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছেন, ‘বিজেপি বুঝেছে মানুষ আর সিএএ, এনআরসি, এনপিআর চায় না। এই রাজ্যে ধর্মীয় বিভাজন চায় না। বিজেপি সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা, আবার রাতে বলে অন্য কথা। ওদের কথা মানুষ বিশ্বাস করছে না।’