বৃষ্টি যেন শহর ছেড়ে যেতেই চাইছেনা। কোনও পুজোই বাদ গেল না। শেষে সরস্বতীপুজোতেও ভাসতে চলেছে শহর। এমনই দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। আজ সাধারণতন্ত্র দিবসের দিনও জাঁকিয়ে রয়েছে শীতের প্রভাব। তবে সোমাবার থেকে বাড়বে ৪ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। বুধ-বৃহস্পতি সরস্বতী পুজোর দিন বৃষ্টির প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের বাকি জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টি শুরু উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার থেকে অতি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে। তার জেরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা।