সিএএ-র সমর্থনে প্রচার: সংঘর্ষ তৃণমূল-বিজেপির

0
3

এনআরসি, সিএএ-র সমর্থনে প্রচার করতে গিয়ে আক্রান্ত বিজেপি। শনিবার, হালিশহরে ১৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময়ে বাধা দিলে তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁদের বচসা বাধে। সেই থেকে সংঘর্ষ ছড়ায়। ঘটনায় সোমনাথ গঙ্গোপাধ্যায় নামে এক তৃণমূল কর্মী আহত হন। তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীজপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে যান বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। পরে তিনি বীজপুরের থানায় অভিযোগ দায়ের করেন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন-কাশ্মীরে আটকদের মুক্তি দিন, বলল ট্রাম্প প্রশাসন