রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। গোটা দেশের পাশাপাশি রাজ্য ও কলকাতাতেও সাড়ম্বরে পালিত হবে এই বিশেষ দিনটি। সেই উপলক্ষে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রবিবার সকালেই রেড রোডে রাজ্য সরকার ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পালিত হবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ। সেই সময়ে সেখানে রীতি মেনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী, আমলা এবং বিশিষ্টজনের। কুচকাওয়াজ দেখতে হাজির থাকবেন বিভিন্ন বয়সের অনেক সাধারণ মানুষ। তাই নিরাপত্তায় যাতে কোনওরকম খামতি না হয়, তার জন্য সতর্ক কলকাতা পুলিশ। যদিও এবার প্রজাতন্ত্র দিবসে বিশেষভাবে গোয়েন্দাদের পক্ষ থেকে সতর্ক করা হয়নি।
এক নজরে কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা–
- রেড রোডে মোতায়েন ২ হাজার পুলিশ।
- ২৩টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।
- ১১টি রেডিও ফ্লাইং স্কোয়াড।
- ১০টি ওয়াচ টাওয়ার।
- ১০টি বাঙ্কার।
- নিরাপত্তার দায়িত্বে থাকছেন ২০ জন ডিসি এবং ৫০ জন এসি পদমর্যাদার অফিসার।
- মেট্রো স্টেশন, গঙ্গার ঘাটে বিশেষ নজরদারি।
- শিয়ালদহ, হাওড়া রেল স্টেশন, বড় বাজার, শপিং মল, হোটেলে নজরদারি।
- সাদা পোশাকের পুলিশ নজরে রাখবে শহরের বিভিন্ন জায়গায়।
- ৪৮ ঘন্টা আগেই শুরু হয়েছে রাস্তায় বিভিন্ন মোড়ে নাকা চেকিং।
আরও পড়ুন-জাতীয় ভোটার দিবসে মুখ্যমন্ত্রীর “আমরা সবাই নাগরিক” বার্তা































































































































