আচমকা সুর বদল শিবসেনা মুখপত্র ‘সামনা’-র

0
2

আচমকা সুর বদল। সিএএ নিয়ে প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেছে শিবসেনা। কিন্তু শনিবার, তাদের মুখপত্র ‘সামনা’-য় রীতিমতো হুমকির সুরে বলা হয়েছে, দেশ থেকে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা মুসলিমদের বের করে দেওয়া উচিৎ। এবিষয়ে প্রশ্নের কোনও অবকাশ নেই। দেশ জুড়ে সিএএ-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যে দলীয় মুখপত্রে এই ধরনের মন্তব্যে সমালোচনার মুখে পড়েছে শিবসেনা।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা-র প্রধান রাজ ঠাকরে কয়েকদিন আগেই পুণেতে এক সাংবাদিক বৈঠকে বলেন, ভারত ধর্মশালা নয়। দেশ মানবতার চুক্তি করেনি। সেই মন্তব্যের জন্য তাঁকে আক্রমণ করে শিবসেনা। কিন্তু সেটা করতে গিয়ে দলীয় মুখপত্রেই বিতর্কিত মন্তব্য করে বসে তারা। যদিও ‘সামনা’য় রাজ ঠাকরেকে কটাক্ষ করে বলা হয়, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা মাসখানেক আগেই নাগিরকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছিল। এখন তারা অবস্থান বদল করছে। তবে, শিবসেনা কখনওই হিন্দুত্বের আদর্শকে জলাঞ্জলি দেয়নি।

সিএএ নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। এতে শুধু মুসলিমরাই নন, ৩০-৪০ শতাংশ হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হবেন। বিজেপি-র সমালোচনা করে ‘সামনা’য় দাবি শিবসেনার।

আরও পড়ুন-গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও বামেদের কাছে হার এবিভিপি-র