বাড়ির পাশেই উদ্ধার যুবতীর রক্তাক্ত দেহ, ফোন কলেই সূত্র খুঁজছে পুলিশ

0
4

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি এলাকার সাঁতারাপুর গ্রামে এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধর্ষণ করার পর খুন করা হয়েছে ওই যুবতীকে।
এই খুনের ঘটনায় ওই প্রেমিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে মৃতার পরিবার।

তদন্তে নেমে পুলিশ একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে তরুণীর মোবাইলে একটি ফোন আসে। তারপর কারও ডাকে তরুণী বাইরে যায়। এরপরই শনিবার দিন সকালে বাড়ি থেকে খানিকটা দূরে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয় ওই যুবতীর ক্ষতবিক্ষত দেহ।

আরও পড়ুন-শহরে অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত দেহ! এলাকায় চাঞ্চল্য