সাংবাদিক অভীক দত্তের স্মরণসভা

0
5

আজ, শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক তথা ”গণশক্তি”র প্রাক্তন সম্পাদক অভীক দত্তের স্মরণসভা অনুষ্ঠিত হল। তাঁকে শ্রদ্ধা-সম্মান জানাতে হাজির ছিলেন সহকর্মী থেকে শুরু করে গুণমুগ্ধরা। তাঁরা প্রয়াত অভীক দত্তের স্মৃতিচারণা করেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন।

আরও পড়ুন-রবিবার দু’দফায় দেখা হবে দু’জনের !