YOUTH FOR KOLKATA: যুবসমাজ কলকাতাকে কীভাবে দেখবে! শুনতে আগ্রহী মেয়র

0
4

এবার পুরসভার লক্ষ্য মহানগরের যুব সম্প্রদায়। যুবসমাজ কলকাতাকে কীভাবে দেখতে চায় তা শুনতে আগ্রহী কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের বক্তব্য, “আমরা চাই দেশ ও শহর গড়ার কাজে যুব সমাজ নিজের মতামত দিক। কারণ, যুব সমাজ কী চাইছে? যুব সমাজের প্রত্যাশা কী? কীভাবে এই শহরকে তাঁরা দেখতে চাইছেন? এটা জানা অত্যন্ত প্রয়োজন। আমরা জানি আমাদের থেকে অনেক ভাল লক্ষ্য যুব সমাজের আছে। আমরা জীবনে যা করতে পারিনি, সেটা আমাদের যুব সমাজ করবে। তাই কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে যুব সমাজের মতামত অত্যন্ত জরুরি। তাই আমি কলকাতার যুব সমাজকে আহ্বান করছি।” আপাতত ৬ ফেব্রুয়ারি সন্ধে ৭টায় প্রথম লাইভ হবে।

আরও পড়ুন-রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, নিরাপত্তার ঘেরাটোপে রেড রোড-সহ শহরের গুরুত্বপূর্ণ স্থান