চলন্ত বাইকে “টিক-টক” দুই আরোহীর! তারপর যা হল সম্প্রীতি উড়ালপুলে

0
13

ফের সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনা। মাথা ফাটল বাইক আরোহীর। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুই বাইক আরোহী “টিক-টক” ভিডিও করতে করতে যাচ্ছিল ব্রিজের উপর দিয়ে। আর তখন হঠাৎই বাইকের সামনে চলে আসে একটি ট্যাক্সি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে ট্যাক্সিকে। মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাইক চালক সঞ্জীব সাউ (২৭) বাইক থেকে পড়ে যায়। মাথা ফেটে যায় তাঁর।

উল্টোদিকে ট্যাক্সির চাকাও পাঞ্চার হয়ে যায়। বাইক আরোহী দু’জনের কারোরই মাথায় কোনওরকম হেলমেট ছিল না। বাইক চালকের মাথা ফেটে গেলেও, পেছনে যিনি বসেছিলেন সুরজিৎ হালদার(২৫) তিনি অবশ্য সুস্থই আছেন।

মহেশতলা থানার পুলিশ আহত বাইক আরোহীকে বজবজ ESI হাসপাতালে নিয়ে যায়। দুই বাইক আরোহীই বেহালার, ক্যানেল রোড এর বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁরা মহেশতলায় বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন।

আরও পড়ুন-শহরে অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত দেহ! এলাকায় চাঞ্চল্য