এবার অক্সফোর্ড ডিকশনারিও ‘আধার- লিঙ্কড’

0
1

এবার অক্সফোর্ড ডিকশনারিও ‘আধার-লিঙ্কড’ হচ্ছে৷

ঘাবড়ানোর কিছু নেই৷
অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা পেতে চলেছে ‘আধার’। ডিকশনারিতে নতুন ইংরেজি শব্দগুলির মধ্যে এবার জায়গা পাচ্ছে ‘আধার’ শব্দটি।

অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নারস ডিকশনারিতে এ বার ২৬টি নতুন ‘ভারতীয় ইংরেজি শব্দ’ জায়গা পেয়েছে, এগুলির মধ্যে রয়েছে ‘আধার’, ‘চাউল’, ‘ডাব্বা’, ‘হরতাল’, ‘শাদি’। এই শব্দগুলির কোনওটিই ইংরেজি নয়, কিন্তু দীর্ঘদিনের ব্যবহারে এই সব শব্দ যে কোনও ইংরেজি শব্দের মতোই বহুপ্রচলিত৷ বিদেশেও এগুলির ব্যবহার হয় হামেশাই৷

অক্সফোর্ড ডিকশনারির দশম সংস্করণ সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে মোট ৩৮৪টি ইংরেজি শব্দ রয়েছে যেগুলির জন্ম ভারতে। এগুলি ছাড়াও যুক্ত হয়েছে হাজারখানেক নতুন ইংরেজি শব্দ।

আরও পড়ুন-অরিন্দম কেন রং বদলে তৃণমূল, সবিস্তারে লিখলেন স্ত্রী