নোভেল করোনা ভাইরাসে ছড়িয়েছে গোটা চিনে। এবার এই ভাইরাস রুখতে কড়া পদক্ষেপ নিল বেজিং সরকার। শুক্রবার মোট ১৩টি শহরে পরিবহণ ব্যবস্থা বন্ধ করল বেজিং সরকার। ‘শহরবন্দি’ কমপক্ষে ৪ কোটি ১০ লক্ষ বাসিন্দা। প্রতিদিন বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এখনও পর্যন্ত আটশো জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। চিনের মৃতের সংখ্যা ২৬। ফ্রান্স জানিয়েছে, এই দেশে দু’জনের দেহে নোভেল করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। অর্থাৎ ইউরোপেও ছড়িয়েছে সংক্রমণ।
করোনা ভাইরাসের চিন্তায় রাজধানী দিল্লিও। চিন-ফেরত ৮০ জনকে নজরদারিতে রাখা হয়েছে কেরলে। এ পর্যন্ত দিল্লি-মুম্বই-চেন্নাই-কলকাতা-সহ ভারতের বিভিন্ন বিমানবন্দরে সব মিলিয়ে ১২ হাজারেরও বেশি চিন-ফেরত যাত্রীকে স্ক্রিনিংয়ে পাঠানো হয়েছে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বাস্থ্যকর্তা পদ্মজা কেসকার জানান, সর্দি-কাশি ছাড়া আর কোনও উপসর্গ নেই। তবু নজর রাখা হচ্ছে। অন্যান্য রোগীদের থেকে আলাদা করে রাখা হয়েছে দু’জনকে। সে জন্য বিশেষ ‘আইসোলেশন ওয়ার্ড’ তৈরি করা হয়েছে। বিশেষ ওয়ার্ড তৈরি করা হয়েছে দিল্লি এমসেও।
আরও পড়ুন-গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও বামেদের কাছে হার এবিভিপি-র































































































































