আজ অকল্যান্ডে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ। তার আগে ‘হেকটিক জার্নি’ নিয়ে অভিযোগ তুললেন বিরাট কোহলি। বললেন, এবার বোধহয় বিমান থেকে নেমেই মাঠে নামতে হবে।
প্রথম ম্যাচে দল নিয়ে ক্রীড়াপ্রেমীদের মনে ধোঁয়াশা পরিস্কার করে দিয়েছেন অধিনায়ক কোহলি। জানিয়েছেন রাহুলই কিপিং করবেন। ফলে ঋষভের সুযোগ পাওয়া হচ্ছে না। তার জায়গায় একজন ব্যাটসম্যান না বোলার, তা মাঠে নামার আগেই পরিস্কার হবে। শামি, বুমরা, স্যামসনের সঙ্গে চ্বাহালের খেলার সম্ভাবনা প্রবল। দ্বিতীয় স্পিনার অবশ্যই জাদেজা। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ৩-০তে একদিনের সিরিজে দুরমুশ হওয়ার পর উইলিয়ামসনের দল নিজেদের মাটিতে শক্তি প্রমাণে মরিয়া। অকল্যান্ডের মাঠ ছোট হওয়ায় শেষ মুহূর্তে ভারতের স্ট্র্যাটেজি বদলাতে পারে। ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা থেকে ম্যাচ শুরু।






























































































































