কেন্দ্রের বিভেদের রাজনীতি আরও শাহিনবাগ তৈরি করবে

0
2

কঙ্গনা রানাওয়াতরা সরকারের স্বপক্ষে ওকালতি করলেও, কেন্দ্রের বিরুদ্ধে সেলেবদের সুর ক্রমশ চড়ছে। এবার প্রকাশ্যে অভিনেত্রী নন্দিতা দাস। বললেন, কেন্দ্রের সরকার যা শুরু করেছে, তাতে দেশে আরও শাহিনবাগ তৈরি হবে। জয়পুরে সাহিত্য উৎসবে দাঁড়িয়ে এ কথা বলে নন্দিতা জানান, যারা চার প্রজন্ম ধরে এ দেশে রয়েছে, তাদের কাছ থেকেও সরকার প্রমাণপত্র চাইছেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? এখন সকলের উচিত একসঙ্গে আওয়াজ তোলা। স্বাধীনতার পর ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা এই প্রথম। এ এক অদ্ভুত সময়। অথচ সংবিধান জাত, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সমানাধিকারের কথা বলেছে। আজ সেটাই আক্রান্ত। আজ লড়াই শুরু সেখান থেকেই।

কলকাতার পার্ক সার্কাস, মোমিনপুর, নিউ মার্কেট থেকে শাহিনবাগ। অরাজনৈতিক দলহীন এই বিক্ষোভ দেশে ক্রমশ বাড়ছে। নন্দিতা সে প্রসঙ্গে বলেন, দেখে ভাল লাগছে এই অরাজনৈতিক আন্দোলন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন। সেইসঙ্গে ছাত্র-যুবরা পথে নামায় আন্দোলন অন্য মাত্রা পেয়েছে। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তুলে নন্দিতা বলেন, দেশে বেকারত্ব গত অর্ধ শতাব্দীতে রেকর্ড করেছে। নতুন শিল্প নেই। অর্থনীতি তলানিতে। সংবাদ মাধ্যমের উচিত এগুলি সামনে আনা।