ধর্ষণের অভিযোগে জেলবন্দি। কিন্তু লোকসভা নির্বাচনে ভোটে জিতে সাংসদ হয়েছেন। সুতরাং শপথ তো নিতেই হবে। দীর্ঘ আবেদনের পরে মঞ্জুর হয়েছে দুদিনের ছুটি। আর প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিতে চলেছেন উত্তরপ্রদেশের ঘোষি লোকসভা কেন্দ্রের বিএসপি সাংসদ অতুল রাই। সব ঠিক থাকলে আগামী 29 থেকে 31 তারিখের মধ্যেই শপথ গ্রহণ করবেন তিনি।
গত বছর পয়লা মে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বিএসপি নেতা অতুল রাইকে। বারবার জামিনের আবেদন খারিজ হওয়ায় বাড়তে থাকে তাঁর জেল হেফাজতের মেয়াদ। জেলে বসেই জানতে পারেন লোকসভা আসনে জয়ের খবর। কিন্তু বিজয় উৎসব পালন তো দূর অস্ত, সাংসদ হিসেবে শপথবাক্য পাঠ করা হয়নি তাঁর। সে জন্য বারবার তিনি আদালতে আর্জি জানিয়েছেন। দীর্ঘ টালবাহানার পরে অবশেষে তাঁর দুদিনের ছুটি মঞ্জুর হয়েছে। 29 থেকে 31 তারিখের মধ্যে তিনি শপথ নেবেন। কিন্তু কড়া নির্দেশ, দুদিন পরে সোজা জেলে ফিরতে হবে তাঁকে। অতুল অবশ্য জানিয়েছেন, শপথ নিয়ে সোজা জেলে ফিরে আসবেন তিনি।































































































































