বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন কোচবিহারের তৃণমূল নেতা। অভিযোগ তিনি একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছেন। সম্প্রতি কোচবিহারের তুফানগঞ্জে জনসভা করেন দিলীপ ঘোষ। সেই সভায় তিনি বলেন, অনুপ্রবেশকারীদের গুলি করে মারা উচিত। তার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানায় এফআইআর করা হয়েছে। বিজেপির বক্তব্য আসলে সম্প্রীতি নষ্ট করছে রাজ্য সরকার। যারা রেলের সম্পত্তি ধ্বংস করছে, পুড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। তারপর তাদের মুখে এই কথা মানায় না।





























































































































