শত বিতর্ক থাকলেও রাজ্যপালের ভাষণ দিয়েই রাজ্য বিধানসভায় এবারের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভাষণের মধ্যে দিয়ে ২০২০-২১ অর্থবর্ষের বাজেট অধিবেশন শুরু হবে। কয়েকদিন বিতর্ক–আলোচনাপর্ব চলবে। এরপরই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র আগামী অর্থবর্ষের বাজেট পেশ করবেন।