আজাদি শ্লোগান দিলেই দেশদ্রোহী, সাফ জানালেন যোগী

0
2
ফাইল চিত্র

সরকারের বিরুদ্ধে কর্মসূচিই হোক বা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, যোগীরাজ্যে এবার ‘আজাদি’ শ্লোগান তুললেই দেওয়া হবে দেশদ্রোহিতার ধারা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য সরকারের এই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাঁর সাফ কথা, প্রতিবাদের নামে দেশবিরোধী কার্যকলাপ আর বরদাস্ত করা হবে না। এদেশে থেকে, সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পর যারা আজাদির শ্লোগান তুলছেন তারা দেশদ্রোহী ছাড়া আর কী? প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি ধ্বংস করলে, জ্বালিয়ে-পুড়িয়ে দিলে অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা তো হবেই, আজাদি শ্লোগান দিয়ে যারা জনজীবনে অস্থিরতা তৈরির চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও দেশদ্রোহিতার ধারা দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন-নেতাজিকে দেবতা বানিয়ে ফেলল আরএসএস