কলকাতা পুরভোটে তাঁর নিজের ওয়ার্ডে তাঁকে প্রার্থী করবে না তৃণমূল, এটা স্পষ্ট। বিজেপির হয়ে দাঁড়ালেও জেতার সম্ভাবনা শূন্য।
তাহলে শোভন চট্টোপাধ্যায় কী করবেন?
সূত্রের খবর, মমতা স্বয়ং যেহেতু শোভন সম্পর্কে নরম, তাই একাংশ চাইছে শোভনকে রাজ্যসভায় পাঠিয়ে তৃণমূলে ধরে রাখতে। শোভনের বদলে বৈশাখীর নামও আছে। তাহলে কলকাতার মতভেদ কোনো প্রভাব ফেলবে না। কিন্তু এই ফর্মুলার উল্টোমতের শিবিরও সক্রিয়। তাঁরা বিজেপিতে যাওয়া শোভনকে এখনই বড় জায়গা দিতে নারাজ।
এদিকে বিজেপিও নাকি চাইছে ভিনরাজ্য থেকে শোভনকে রাজ্যসভায় পাঠিয়ে দলে ধরে রাখতে। এখানেও উল্টোমত অনেক। এঁদের বক্তব্য, যিনি দলের কাজই সেভাবে করলেন না, তাঁকে কেন জায়গা দেওয়া হবে? তাছাড়া মুকুল রায়কেই এখনও বড় জায়গা দেওয়া গেল না। সেখানে শোভনকে জায়গা দেওয়া খারাপ দেখাবে।
আরও পড়ুন-এবার ছাত্র, যুব সম্মেলন ডাকলেন মমতা





























































































































