ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা

0
5

বিদায়ী কোচ আলেজান্দ্রো গার্সিয়ার একদা সহকারী মারিও রিভেরা এবার ইস্টবেঙ্গল হেড কোচের দায়িত্ব নিলেন। আলেজান্দ্রোর সমান কোচিং ডিগ্রিও রয়েছে মারিও রিভেরার। মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেঞ্চারিফা-সহ ইস্টবেঙ্গলের কোচ হওয়ার জন্য আরও কিছু নাম উঠে এলেও দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন ছিলেন মারিও। এবং তাঁর হাতেই দলের কোচের দায়িত্ব তুলে দিলেন কর্তারা। তবে ফেব্রুয়ারি থেকে তিনি ডাগ-আউটে দাঁড়াবেন।
আপাতত কাজ চালাবেন ট্রুলস ও বাস্তব রায়।

দলের বিদেশি-সহ ইস্টবেঙ্গলের এই টিমটিকে হাতের তালুর মতো চেনেন রিভেরা। গত বছর ইস্ট বেঙ্গলে সহকারী কোচ ছাড়াও আলেজান্দ্রোর দোভাষীরও কাজ করতেন তিনি।
আলেজান্দ্রোর সঙ্গে ইগো সমস্যা হওয়ায় দায়িত্ব ছেড়েছিলেন মারিও রিভেরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরেই কলকাতা ছাড়ছেন বিদায়ী কোচ আলেজান্দ্রো। আর এদিনই তাঁর স্থলাভিষিক্ত হলেন মারিও রিভেরা। তাঁর সহকারী হলেন মার্কাল ট্রুলস।

ক্লাব সূত্রে খবর, চলতি বছরের ৩১ মে অবধি সিনিয়র দলের দায়িত্বে থাকবেন মারিও। নতুন কোচের উয়েফা প্রো লাইসেন্স রয়েছে।’

আগামীকাল, শুক্রবার কোয়েম্বাটোর রওনা হচ্ছেন কোলাডোরা। পরের দিন চেন্নাই সিটির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। ১ ফেব্রুয়ারি রয়েছে ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচ। তারপর আইজল ম্যাচ। ওই ম্যাচ থেকেই লাল-হলুদের কোচের দায়িত্ব নেবেন মারিও।

আরও পড়ুন-নেতাজিকে দেবতা বানিয়ে ফেলল আরএসএস