রাঁচির পাগলা গারদ থেকে বেরিয়ে এসেছে দিলীপ ঘোষ! কটাক্ষ বালুর

0
7

“দিলীপ ঘোষের মত মানুষদের বাইরে নয়, পাগলা গারদে থাকা উচিত। বিজেপি দলটাই পাগলের দলে পরিণত হয়েছে।” আজ, বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন জেলার সীমান্ত এলাকা উচালনে’ উচালন উৎসবের’ উদ্বোধন করতে আসেন তিনি।

গতকাল, বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, লোকসভা ভোটে মানুষ দিদিকে সমতলে নামিয়ে দিয়েছে। উনি আবার পাহাড়ে হাঁটাহাঁটি করে কী করবেন? সেই প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া খাদ্যমন্ত্রীর।

তিনি বলেন, “পরিস্থিতি ভয়ঙ্কর। পাগলেরা রাস্তায় নেমে পড়েছে। একটা পাগলের কথার জবাব সুস্থ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কী ভাবে দেবেন? রাঁচির গারদ থেকে উনি বেরিয়ে এলেন কীভাবে? ভেবে দেখা দরকার। এটা রবীন্দ্রনাথ-বিবেকানন্দের বাংলা। এখানে পাগলদের জায়গা নেই। বিজেপির গোটা দলটাই পাগলে ভরে গিয়েছে। ওনাদের সুচিকিৎসার প্রয়োজন।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাজেটের আগেই তিন বিমা সংস্থার সংযুক্তিকরণ!