গণতান্ত্রিক সূচকে ১০ ধাপ পিছিয়ে গেল ভারত

0
9

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-র তথ্য অনুযায়ী, গণতান্ত্রিক সূচকে ১০ ধাপ পিছিয়ে গেল ভারত।
আর এই তথ্যের ভিত্তিতেই ৫১ তম স্থানটি পেয়েছে ভারত। ২০১৯ সালের সূচকে ৬.৯০ পয়েন্ট নিয়ে ভারতের স্থান ৫১ তম। ২০১৮ সালে ৭.২৩ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ছিল ৪১-এ। ভারতের এই লজ্জাজনক অধঃপতনের কারণ হিসেবে ভারত সরকারের সাম্প্রতিক বেশ কিছু সিদ্ধান্তকে দায়ী করেছে ইআইইউ। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি।
বিশ্বের কোন দেশের সরকার কতটা সক্রিয়, দেশের নির্বাচন প্রক্রিয়া কতটা স্বচ্ছ, নাগরিকদের অধিকার কতটা সুরক্ষিত, রাজনৈতিক সংস্কৃতি কেমন তা বিচার করে ২০০৬ সাল থেকে গণতন্ত্র সূচক প্রকাশ করে আসছে ইআইইউ।
সূচকের শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় স্থানে আইসল্যান্ড এবং তৃতীয় সুইডেন। প্রথম দশের মধ্যে থাকা বাকি দেশগুলি যথাক্রমে নিউজ়িল্যান্ড,  ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া ও সুইৎজ়ারল্যান্ড।