খোঁজ মিলল মুঘল বংশের উত্তরসূরিদের, কীভাবে কাটছে তাঁদের জীবন?

0
5

খোঁজ মিলল মুঘল বংশের উত্তরসূরিদের। হায়দারাবাদের পেটের তস্যর গলির পাশে থাকেন তাঁরা। শুধুমাত্র চার কামরার ভাড়া বাড়িতে। দীর্ঘ কয়েক দশক ধরেই তাঁরা রয়েছেন সেখানে। সেখানকার বাসিন্দা জিয়াউদ্দিন টাকি। জিয়াউদ্দিনের বাবার উপার্জন ছিল ২৫ টি রিক্সার ভাড়া। তার মালিকানায় হায়দারাবাদ শহরে চলত রিক্সা গুলি। জিয়াউদ্দিন সরকারি চাকরি করতেন। অবসরের পর তিনি এখন শুধুই পেনশনের টাকা পান।

১৮৬১ খ্রিস্টাব্দে প্রয়াত হন ভারতের শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তারপরে বিলীন হয়ে যায় মুঘল বংশ। জিয়াউদ্দিন যোগাযোগ করেছেন দেশের অন্য প্রান্তে ছড়িয়ে থাকা মুঘল উত্তরসূরিদের সঙ্গে। যাদের অনেকেরই অবস্থা জিয়াউদ্দিনের থেকেও খুব খারাপ। ১৯৯৩ সালে উজবেকিস্তানের আমন্ত্রিত ছিল মুঘল পরিবার। সম্রাট বাবরের ৫১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন মুঘল পরিবার। এরপর সেখানে পরিবারের সন্তানদের জন্য দেওয়া হয়েছিল খাওয়া-পরা সহ পড়াশোনার সুযোগ। কিন্তু সেখানকার কর্কশ জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে না পেরে নতুন প্রজন্ম ফিরে আসে ভারতে। তাদের পূর্বপুরুষরা যেভাবে প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিয়েছিল, পারেনি আজকের প্রজন্ম। ফিরে এসেছে ভারতবর্ষেই।

আরও পড়ুন-ডার্বির পর আজ বাগানের অ্যাওয়ে চ্যালেঞ্জ