কানহাইয়ার সভার আগে উত্তপ্ত টিটাগড়

0
5

কানহাইয়ার সভার আগে উত্তেজনা। কানহাইয়া কুমারের সভার আগে উত্তপ্ত টিটাগড়। তাঁর নামে নামে কুরুচিকর মন্তব্য সহ পড়েছে পোস্টার। পোস্টার লাগানোর অভিযোগে বিজেপির বিরুদ্ধে। গ্রেফতার বিজেপির নেতা কর্মীসহ ৮। গ্রেফতারের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ। থানা ঘেরাও করে চলছে বিক্ষোভ।