সিএএ-তে মুসলিমদের অন্তর্ভুক্ত না করলে বিজেপিতে থাকা নিয়ে ভাবব!

0
13

বিজেপির অন্দরে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্ক ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। এর আগেও দলের কিছু সিদ্ধান্ত ও নীতির সমালোচনা করেছিলেন রাজ্য সহ-সভাপতি চন্দ্র বোস। ফের আর একবার। এবার দল ছাড়ার হুমকিও দিয়ে রাখলেন। বললেন, সিএএ-র আইনের সামান্য কিছু পরিবির্তন করা উচিত। তাহলে ব্যক্তিগতভাবে আমার মানতে অসুবিধা নেই। কিন্তু কোন জায়গাটার পরিবর্তন চান তিনি। চন্দ্র বলেন, মুসলিমদেরও সিএএতে অন্তর্ভুক্ত করা উচিত। এটা ঘটনা, গান্ধীজিও চেয়েছিলেন প্রতিবেশী দেশগুলি থেকে অত্যাচারিতরা ভারতে এলে তাদের আশ্রয় দেওয়া উচিত। কিন্তু তিনি কোনও ধর্মের কথা বলেননি। তাই সকলকে সুযোগ দেওয়া উচিত। গান্ধীজির পথে চলতে গেলে তাঁর কথা মানতে হবে। আর সিএএ থেকে ধর্মীয় বিষয়টি সরিয়ে নিলে বিরোধীদের বিরোধিতাও নিমেষে উবে যাবে। আর কেন্দ্র যদি এই আইন বদল না করে তবে বিজেপিতে থাকা নিয়েও আমাকেও ভাবতে হবে।