“2021 সালে বাংলায় বিকল্প মুখ্যমন্ত্রী তৃণমূলের মধ্যে থেকেই আসবে। এখন শুধু দেখে যান। যে যার কর্তব্য পালন করুন। ” মন্তব্য এক প্রভাবশালী বিজেপি নেতার। দিল্লিতে এক বিশেষ ব্যক্তির বাড়িতে আমন্ত্রণ ছিল অনেকের। সেখানে আসেন বিজেপির সেই সর্বভারতীয় নেতা। বাংলার কয়েকজন অরাজনৈতিক ব্যক্তি ছিলেন সেখানে। তাঁরা জিজ্ঞেস করেন,” বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবে?” সেই নেতা সহাস্যে বলেন,” তিনি এখনও তৃণমূলের মধ্যেই আছেন। দেখুন না কী হয়। পশ্চিমবঙ্গে অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। সব ঠিক আছে।” এই ইঙ্গিতপূর্ণ কথা বললেও কোনো নাম তিনি করেন নি। নেতাটি বলেন,” বিকল্প সরকার অন্তত 180 আসন নিয়ে ক্ষমতায় আসবে।”





























































































































