ন্যাশনাল ইনসিওরেন্স, ওরিয়েন্টাল ইনসিওরেন্স এবং ইউনাইডেট ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানিকে সংযুক্ত করে বাজেটের আগেই একটিই বিমা সংস্থায় পরিণত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে। সোমবার কলকাতায় এই তিন সংস্থার সংযুক্তিকরণের জন্য অনুমোদন দেওয়ার জন্য ন্যাশনাল ইনস্যুরেন্স সংস্থার বোর্ডের বৈঠক হয়৷ এই বৈঠকে সংযুক্তিকরণের অনুমোদন দেওয়া হয়েছে ৷
আগামী ১ ফেব্রুয়ারি বাজেটে এইজন্য প্রায় ১০ থেকে ১৫ হাজার কোটি টাকার বিশেষ অতিরিক্ত পুঁজি সহায়তা বরাদ্দ করা হচ্ছে বলে সূত্রের খবর। ২০১৮ সালের বাজেট ঘোষণায় তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন ভবিষ্যতে এই তিনটি বিমা সংস্থাকে সংযুক্ত করা হবে।আর্থিক মন্দা ও আর্থিক সঙ্কটের কারণে এতদিন এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না হলেও, এবার বাজেটের আগেই তা শেষ করতে মরিয়া মোদি সরকার।কারণ, এই তিনটি বিমা সংস্থাই লোকসানে চলছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































