ডার্বির পর আজ বাগানের অ্যাওয়ে চ্যালেঞ্জ

0
2

আজ আই লিগে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। ডার্বি জেতার পর আজ ম্যাচ, প্রতিপক্ষ নেরোকা এফসি। ইম্ফলের মাঠে ভিকুনার একটাই চিন্তা, ১৫ দিনে ৫ ম্যাচ, সঙ্গে ডার্বির চাপ। আজ ডার্বির দলই সম্ভবত অপরিবর্তিত থাকছে। নেরোকা যথেষ্টই শক্তিশালী। সম্প্রতি হারিয়েছে রিয়েল কাশ্মীরকে। বাগান এখন ৮ম্যাচে ১৭ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে। নেরোকা ৭ম্যাচে ৮পয়েন্ট পেয়ে ৬নম্বরে।