হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক

0
3

বাঁকুড়ার সারেঙ্গার ফতেডাঙাতে ভেঙে পড়ল পানীয় জলের ট্যাংক। স্থানীয় বাসিন্দারা প্রথমে কিছু শব্দ শুনতে পান। গিয়ে জলের ট্যাংকটিতে ফাটল দেখতে পান তাঁরা। প্রায় ঘণ্টা তিনেক পরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি।

গড়গড়া ও বিক্রমপুর অঞ্চলের বাসিন্দারা এই ট্যাংক থেকে পানীয় জল পেতেন। এর ফলে সমস্যায় পড়বেন এলাকাবাসী। মাত্র দু বছর আগে এই পিএইচই-এর অধীনে জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছিল। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছে বিরোধীরা।