চুক্তিভিত্তিক কর্মীদের বাজেটের আগে সুখবর শোনাল সুপ্রিম কোর্ট

0
3

বাজেটের আগে চুক্তিভিত্তিক অস্থায়ীদের জন্য সুসংবাদ। এবার থেকে সরকারি, আধা সরকারি এমনকী বেসরকারি সংস্থার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী কর্মীদের সমান পিএফের সুবিধা পাবেন। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশের ফলে পুরসভা, জেলা পরিষদ, রেলওয়ে, জীবনবিমা, বিমানবন্দর, মেট্রো সহ একাধিক জায়গায় কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী কর্মীদের সমান পিএফের সুবিধা পাবেন।

শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, অস্থায়ী কর্মীরা পিএফের সুবিধা পাচ্ছেন কি না তা দেখার দায়িত্ব এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনকেই নিতে হবে। নজরে রাখতে হবে কোম্পানি ঠিক মতো পিএফ জমা দিচ্ছে কি না সেদিকেও। অভিযোগ, একাধিক বেসরকারি সংস্থা অস্থায়ী কর্মীদের পিএফের অংশ সঠিকভাবে জমা দেয় না। একই সঙ্গে সরকারি, বেসরকারি, আধা সরকারি সংস্থাকেও অস্থায়ী কর্মীদের ইপিএফের বিষয়ে নজরে রাখতে হবে।

আরও পড়ুন-অনলাইন শপিং সাইট মেতেছে CAA- NRC-র পক্ষে-বিপক্ষের টি-শার্ট নিয়ে