সব্যসাচীকে জরিমানা হাইকোর্টের

0
3

বিজেপি নেতা সব্যসাচী দত্তকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলে এই নির্দেশ দেওয়া হয়।

বিধাননগরের মেয়র থাকাকালীন চারটি নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। কিন্তু সেই নির্মাণ আবার শুরু হয়েছে। তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। দ্রুত শুনানির আর্জি জানানো হয়। অভিযোগ, সেই মামলায় আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেন বিধাননগরের প্রাক্তন মেয়র। এরজন্য তাঁকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই বিষয়ে সব্যসাচী দত্তের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন-ইন্টারনেট ব্যবহার শেখাতে গিয়ে আক্রান্ত মহিলা, হামলার পিছনে কী কারণ?