দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে ফের আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।বুধবার তিনি বলেন, দেশের এখন যা অবস্থা তাতে আইএমএফ পর্যন্ত বলে দিয়েছে শুধু ভারতের নয়, সারা বিশ্বের অর্থনীতিকে গাড্ডায় ফেলেছেন মোদি। এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠকে ফের একবার সিএএ বাতিলের দাবি তুলেছেন তিনি।তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীকে গ্র্যাজুয়েশনের কাগজ দেখাতে বললে পালিয়ে যান। এপ্রসঙ্গে তিনি এনপিআর নিয়ে কোনও কাগজ না দেখাতে আহ্বান জানিয়েছেন।
অমিত শাহের মন্তব্যকে কটাক্ষ করতে গিয়ে সুজন চক্রবর্তী বলেন, অমিত শাহ দেশের যে কোনও বিশ্ববিদ্যালয়ে গেলে পরিস্থিতি বুঝতে পারবেন।
দেশের স্বাধীনতায়, দেশ গঠনে যাঁদের কোনও ভূমিকা ছিল না, তাঁরাই দেশদ্রোহীর মতো আচরণ করছেন।





























































































































