ভূগর্ভস্থ মার্কেটে বন্ধ এসি! অসুস্থ মহিলা ক্রেতা

0
9

বড় বাজারের সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের আন্ডারগ্রাউন্ড মার্কেট কয়েকদিন ধরেই এসি বন্ধ রয়েছে।

হঠাৎ এসি বন্ধ আন্ডারগ্রাউন্ড মার্কেট কমপ্লেক্স আর তার জেরেই অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। ঘটনাস্থল বড় বাজারের সত্যনারায়ণ পার্ক এসি মার্কেট। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ মার্কেট কমপ্লেক্স কর্তৃপক্ষ গত কয়েকদিন ধরেই বাতানুকূল ব্যবস্থা সারানোর নাম করে দীর্ঘ সময় বন্ধ রাখছেন এসি। মার্কেটটি আন্ডারগ্রাউন্ড ভূগর্ভস্থ হওয়ার দরুন সেখানে বায়ু চলাচলের অন্য ব্যবস্থা নেই। সুতরাং বাতানুকূল যন্ত্র বন্ধ থাকলে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়। বুধবার বিকেলে এক মহিলা সেখানে বাজার করতে গিয়েছিলেন। অভিযোগ এসি বন্ধ থাকার কারণে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। তাঁকে আমহার্স্ট স্ট্রিটের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। সত্যনারায়ন মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীরা।