বিধায়ক বা সাংসদ পদ খারিজের ক্ষমতা স্পিকারের হাত থেকে নিয়ে নেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের

0
3

বিধায়ক বা সাংসদ পদ খারিজের ক্ষমতা স্পিকারের হাত থেকে নিয়ে নেওয়ার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, সেই সংক্রান্ত আবেদন খতিয়ে দেখুক একটি স্বাধীন ও স্থায়ী সংস্থা। মঙ্গলবার একটি মামলার প্রেক্ষিতে সংসদকে এই পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট{ ঘটনার সূত্রপাত মণিপুর সরকারের যে মন্ত্রীকে নিয়ে সেই টি শ্যামকুমার ভোটে জিতেছিলেন কংগ্রেসের টিকিটে। তার পর তিনি বিজেপিতে যোগ দেন এবং মন্ত্রী হন। তাঁর বিধায়ক পদ খারিজের জন্য স্পিকারের কাছে আবেদন করেছিল কংগ্রেস। কিন্তু, তা নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় আদালতে যায় কংগ্রেস।বিচারপতি রোহিংটন ফলি নরিম্যানের নেতৃত্বাধীন তিন বিচারপতির একটি বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দেন, ‘‘বিধায়ক ও সাংসদদের পদ খারিজের বিশেষ ক্ষমতা স্পিকারের হাতে থাকবে কি না তার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা সংসদের পুনর্বিবেচনা করার এটাই সেরা সময়।’’ বিচারপতিদের যুক্তি, এক জন স্পিকার নিজেও একটি রাজনৈতিক দলেরই সদস্য।