বিশ্ব ক্রিকেটে সবচেয়ে জোরে বল

0
5

এখনও পর্যন্ত পৃথিবীর ফাস্টেস্ট বল। ঘন্টায় ১৭৫ কিলোমিটার গতিবেগ! বোলার শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেলা। প্রতিপক্ষা ভারত।

অনেকটা লাসিথ মালিঙ্গার স্টাইলে এই বোলার যখন বল করেন তখন ব্যাট করছিলেন যশস্বী জয়সওয়াল। বলটি ওয়াইড হলেও গতি দেখে চমকে যান। শর্ট পিচ বল মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। কিন্তু যশস্বীর কথায় ওটা রকেট ছাড়া অন্য কিছু বলা যায় না। আম্পায়ার ওয়াইড ডাকেন।