শীতের মরশুমে নতুন করে বৃষ্টির সম্ভবনা না থাকলেও চলতি সপ্তাহে ফের পারদ কমবে। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। হওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিম দিকে আসা ঠান্ডা হাওয়ার দাপট আবারও বেড়েছে। কারণ, কোন পশ্চিমী ঝঞ্ঝা নেই।
এই সপ্তাহজুড়ে জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ বজায় থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তা ১০ থেকে ১১ ডিগ্রির আশপাশে থাকবে। সপ্তাহের শেষে অর্থাৎ শনি ও রবিবার কলকাতার তাপমাত্রা আর একটু কমে ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে। পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটাই কমবে।
এই সপ্তাহে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শীতের আমেজ বজায় থাকবে উত্তরবঙ্গেও। কুয়াশা থাকবে সকালের দিকে।





























































































































