হাসপাতালে শঙ্খ ঘোষ, এখন কেমন আছেন কবি?

0
2

অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন কবি শঙ্খ ঘোষ। মঙ্গলবার দুপুরে তাঁকে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , ফুসফুসে সংক্রমণের কারণেই এদিন দুপুর ১২টা নাগাদ শঙ্খ ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সি কে মাইতির অধীনে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বেশ কিছু টেস্ট ও রক্তের পরীক্ষা করা হচ্ছে।

কবির পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই কাশি হয়েছিল তাঁর। সম্প্রতি, বাড়িতে পড়েও গিয়েছিলেন। বয়স ৮৭ বছর। ফলে চিকিৎসকরা শারীরিক অবস্থা খতিয়ে দেখা জরুরি বলে জানিয়েছিলেন। সে কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এখন অনেকটাই ভালো আছেন।