শীর্ষ আদালতে গিয়ে কেন্দ্রকে পিছু হঠতে বাধ্য করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ ই-মেলে নজরদারি ইস্যুতে সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন মহুয়া। কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় সম্ভাব্য নজরদারির সমস্ত প্রচেষ্টা বন্ধ করা হচ্ছে।
কিছুদিন আগে থেকেই দেশে নাশকতা রুখতে সোশ্যাল মিডিয়ায় নজরদারির পরিকল্পনা করে কেন্দ্র। জেলাস্তরেও নাগরিকদের সোশ্যাল মিডিয়ার পোস্টের উপর নজর রাখার জন্য নতুন এক পরিকল্পনা করেছিল কেন্দ্র।
কেন্দ্রের এই ছক নাগরিকদের গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ বলে দাবি করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া। ই-মেল ও সোশ্যাল মিডিয়ার উপর কেন্দ্রের ‘অবৈধ’ নজরদারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। সুপ্রিম কোর্টে মহুয়ার তরফে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। শুনানিতে মহুয়া-সিংভি দাবি করেন, সরকার যে পরিকল্পনা করছে, তা পুরোপুরি গোপনীয়তার অধিকার খর্ব করছে। এতে সাধারন মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেন মহুয়ার আইনজীবী। সিংভির সেই যুক্তি কার্যত মেনে নেয় আদালত।
মহুয়ার মামলার শুনানিতে
মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে, ই-মেলে আর নজরদারি করা হবে না। ই-মেলে নজরদারির জন্য প্রস্তাবিত টেন্ডার বাতিল করা হয়েছে। এর পরই মহুয়া মৈত্র টুইটারে লিখছেন,“আমার পিটিশনের ভিত্তিতে এদিন UIDAI জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়া নজরদারি-হাব গঠন করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছে। একইসঙ্গে জানিয়েছে, ভবিষ্যতেও এমন কোনও পরিকল্পনা নেই। বেআইনিভাবে মানুষের উপর নজরদারির বিরুদ্ধে বিচার পেলাম। আজ এক বড় জয়ের দিন।”