মনোনয়ন জমা দিতে কেজরিওয়ালকে 6 ঘণ্টা লাইনে দাঁড়াতে হলো

0
5

আম আদমি পার্টি বা AAP- প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মনোনয়নপত্র জমা দিতে পারলেন টানা 6 ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর৷ নির্বাচন কমিশনের দফতরে মঙ্গলবার তিনি মনোনয়নপত্র জমা দিতে যান৷ ঠিক সে সময়েই বিশাল সংখ্যক নির্দল প্রার্থী ভিড় করেন নিজেদের মনোনয়নপত্র জমা দিতে৷ ফলে কেজরি-র মনোনয়ন জমা দিতে দেরি হয়৷ যদিও AAP-এর দাবি, কেজরিওয়াল যাতে মনোনয়ন জমা দিতে না পারেন, সে জন্য বিজেপিই 40-50 জনকে ওখানে ঢুকিয়ে দেয়।কেজরিওয়ালের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল সোমবার৷ কিন্তু পথসভা করতে গিয়ে ঠিক সময়ে নির্বাচন কমিশনের দফতরে পৌঁছতে পারেননি তিনি। তাই মঙ্গলবার, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনই, কমিশনের দফতরে যান৷

ওখানে পৌঁছে দেখেন, আগে থেকেই সেখানে ভিড় করে আছেন নির্দল প্রার্থীরা। কোনওরকমে কেজরি 45 নম্বর টোকেন জোগাড় করেন। এর পরেই শুরু হয় অপেক্ষা৷ টানা 6 ঘন্টা ধরে একে একে 44 জন নির্দল প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল করার পর সুযোগ পান কেজরি। এর পরই টুইট করেন কেজরি৷ সেখানে তিনি লেখেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অপেক্ষা করছি। 45 নম্বর টোকেন পেয়েছি আমি। বহু মানুষ মনোনয়ন জমা দিতে এসেছেন। আমি খুশি যে এত মানুষ গণতন্ত্রে অংশ নিচ্ছেন।’’

এদিকে এই দেরির জন্য বিজেপির দিকেই তোপ দেগেছেন AAP নেতারা। অরবিন্দ কেজরিওয়াল যাতে শেষ দিনে মনোনয়নই জমা দিতে না পারেন, সেজন্য বিজেপি-ই 40-45 জনকে প্রার্থী সাজিয়ে নির্বাচন কমিশনের অফিসে ঢুকিয়ে দিয়েছিল বলে অভিযোগ করছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া৷ তিনি বলেছেন, ‘‘কেজরির আগে লাইনে 45 জনকে দাঁড় করানো হয়েছিলো। ইচ্ছাকৃত ভাবে তাঁদের জন্য বিশাল সময় খরচ করছে নির্বাচন কমিশন। এমনকি যাদের নথিপত্র অসম্পূর্ণ, তাঁদের জন্যও সময় দেওয়া হয়েছে। এ সব করেও অরবিন্দ কেজরিওয়ালকে আটকানো যাবে না বলে মন্তব্য করেন সিসৌদিয়া।