বাগুইআটিতে আক্রান্ত বাস মালিক বিমল মল্লিক(৬৫)। তিনি দেশপ্রিয় স্কুলের প্রাক্তন শিক্ষক। বেশ কয়েকদিন ধরে এলাকার কুখ্যাত দুষ্কৃতী ননটা তাঁর কাছে টাকার দাবি করছিল। ননটার বক্তব্য, বাগুইআটি এলাকায় রাস্তার উপরে বাস রাখতে গেলে টাকা দিতে হবে, না হলে রাখতে দেওয়া হবে না। আর সেই টাকা না দেওয়ার কারণে মারধরের অভিযোগ।
বিমূলবাবুর অভিযোগ, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় ননটা ও তার লোকজন। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কয়েকমাস আগে বাগুইআটিতে বেশ কয়েকটি বাসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনা এই দুষ্কৃতীরা থাকতে পারে বলে বাস মালিক মনে করছে।
আরও পড়ুন-এখনও অধরা কোন্নগরের ‘বাঘ’, মৃত বাঘরোলের ছবি ঘিরে জল্পনা






























































































































