পাত্রীর মাকে ‘ইলোপ’ করলেন পাত্রের বাবা!

0
3

বিবাহসূত্রে হতে পারতেন স্বামী-স্ত্রী। কিন্তু ভবিষ্যতে ভাই-বোন হয়ে যেতে পারেন দুই তরুণ-তরুণী। কারণ, যাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, তাঁদের বাবা-মা পালিয়ে গিয়েছেন। অর্থাৎ পাত্রীর মাকে ইলোপ করেছেন পাত্রের বাবা। ঘটনাটি ঘটেছে সুরাটের কাটারগাম এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পাত্রে বাবার সঙ্গেই কলেজের সময় প্রেম ছিল পাত্রীর মায়ের। কিন্তু তখন তাঁরা পূর্ণ যৌবনে। তারপর জীবন বয়ে গিয়েছে দুদিকে। ৪৮ বছরের ব্যক্তির ছেলের সঙ্গে সম্বন্ধ হয় ৪৬ বছরে মহিলার মেয়ের। সেই সূত্রে যুগলের আবার যোগাযোগ হয়। জেগে ওঠে পুরনো প্রেম। ফলে মদনদেবের বাণে তাড়ায় ১০ জানুয়ারি বাড়ি ছেড়েছেন দুজনেই। আপাতত তাঁদের নিখোঁজের ডায়েরি করা হয়েছে থানাতে। আর যাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে, সেটা ভেস্তে গিয়েছে। ঘটনায় সবচেয়ে হতবাক পাত্র-পাত্রী। কারণ, যাঁরা হতে পারতেন বেয়াই-বেয়ান৷ তাঁরা এখন প্রেমিক যুগল৷ এই অবস্থায় ভবিষ্যতে তাঁদের সম্পর্ক কী হতে পারে, তা ভেবেই পাচ্ছেন না তরুণ-তরুণী।