শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোভন-সখী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দেড় ঘন্টার বৈঠক।
বৈশাখীর ইস্তফা গ্রহণ করেন নি পার্থ। বৈশাখীর কথায়,” কিছু জটিলতা আছে। কথা বলতে এসেছিলাম।” পার্থ বলেন,” তদন্ত চলছে। তার মধ্যে ইস্তফা গ্রহণ হয় না কি?”
বাইরে মিডিয়ার প্রশ্নের জবাবে বৈশাখী বলেন,” রত্নার সঙ্গে একমঞ্চে শোভনদা কাজ করবেন না। এটা মুখ্যমন্ত্রীকেও জানিয়ে দেওয়া হয়েছে।”
এদিকে শোভন-বৈশাখী এখন কোন্ দলে বা কী করবেন, তাও স্পষ্ট নয়।
বিজেপি যে মেয়র প্রজেক্ট করে শোভনকে নিয়ে কলকাতায় লড়বার কথা চালাচ্ছে, তা স্বীকার করে বৈশাখী বলেছেন,” শোভনবাবু এখনও সিদ্ধান্ত নেন নি।”
তৃণমূলে ফেরা সম্পর্কেও স্পষ্ট জবাব দিতে পারেন নি বৈশাখী।
একটি সূত্রের খবর, তাঁদের তৃণমূলেই ফেরার ইচ্ছে। কিন্তু দলের তরফে কোনো ফর্মুলা পাওয়া যাচ্ছে না।
তবে এটাও শোনা যাচ্ছে, পুরভোটের মুখেই শোভনকে ফেরানো হতে পারে।
পার্থবাবু বলেছেন, এদিন রাজনৈতিক কোনো কথা হয় নি। রাজনৈতিক মহল অবশ্য এই বিবৃতিকে রাজনৈতিক বিবৃতি হিসেবেই দেখছে।
আরও পড়ুন-কলকাতা পুরসভা এবার কাদের?






























































































































