রাজ্যে এই প্রথম কোনও শিল্পোদ্যোগ কলেজ করছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। বুধবার তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানের আগে আজ, মঙ্গলবার এমনই খুশির খবর শোনালেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায়। এদিন কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কথা ঘোষণা করেন তিনি।
আচার্য সমিত রায় জানান, সত্তর-আশির দশকে এই বাংলায় অনেক উদ্যোগপতি তথা শিল্পপতি ছিলেন। তাই আগামীদিনে আরও বেশি করে এই বাংলা থেকে উদ্যোগপতি তুলে আনাই এই শিল্পোদ্যোগ কলেজের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও জানান, পড়াশুনার ইন্ডাস্ট্রি কানেক্টেড হওয়া প্রয়োজন। কারণ, সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে ডিগ্রির থেকেও বেশি জরুরি স্কিল ও দক্ষতা। অ্যাডামাসের শিল্পোদ্যোগ কলেজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামী অধ্যাপকরা পড়াতে আসবেন। শিল্পপতির আসবেন পড়ুয়াদের সামনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে।
শিল্পোদ্যোগ কলেজের পাশাপাশি অ্যাডামাস বিশ্ববিদ্যালয় মিডিয়া এবং কমিউনিকেশন স্কুলও করছে। যা পূর্ব ভারতে প্রথম। এই স্কুলে দুটি ব্যাচেলর ও পাঁচটি মাস্টার কোর্স চালু হবে। একই সঙ্গে বিএসসি মিডিয়া টেকনোলোজিও পড়ানো হবে এখানে।
প্রসঙ্গত, বুধবার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন অর্জুন মালহোত্রা। যিনি দেশের একজন সফল শিল্পপতি। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ললিত আনন্দ। এছাড়াও থাকবেন আরও বিশিষ্ট জন এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও।
আরও পড়ুন-যা পারেন করুন, সিএএ প্রত্যাহার হবে না: মমতাকে অমিত শাহ































































































































