শহরের বেসরকারি স্কুল বাসে বিধ্বংসী আগুন

0
5

দক্ষিণ কলকাতার বেহালা সখের বাজার অক্সফোর্ড মাঠের ঠিক সামনে দাঁড়িয়ে থাকা শহরের একটি নামী ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুল বাসে আগুন লেগে যায়। জানা গিয়েছে, ওই স্কুল গাড়িতে তখন চালক ছিলেন না। বাসটি রাস্তার ধারে দাঁড় করানো ছিল।

এলাকার মানুষ জানাচ্ছেন, বাসের ঠিক পাশে একটি ঝুপড়ি ছিল। সেই ঝুপড়িতে রান্নার হচ্ছিল। তখনই ঝুপড়িতে আগুন লেগে যায়। এবং পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিতে কোনও ছাত্রছাত্রী না থাকায়, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়।

আরও পড়ুন-প্রতারণার অভিযোগে জালে মণিরুলের ভাই সহ ২