বিজেপি সভাপতি জেপি নাড্ডা কী বললেন?

0
2

সভাপতি নির্বাচিত হয়ে দলীয় দফতরে প্রথম ভাষণে জেপি নাড্ডা দলের সর্বস্তরের নেতা-কর্মীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাই যেভাবে আমাকে ভালবাসা, আশীর্বাদ, বিশ্বাস, সমর্থন, সহযোগিতা দিয়েছেন তাতে আমি অভিভূত। আমি সর্বতোভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব প্রতিশ্রুতি দিচ্ছি। হিমাচলের এক সুদূর গ্রাম থেকে আসা, পরিবারের কোনও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকা এক কর্মীকে যেভাবে দলের সভাপতির দায়িত্ব দেওয়া হল তা থেকেই বিজেপির বিশেষত্ব বোঝা যায়। বিজেপি এজন্যই সব দলের থেকে আলাদা যে এখানে একজন তৃণমূল স্তরের কর্মীও পরিশ্রম করে কাজ করে দলের শীর্ষ পদে পৌঁছতে পারেন। দলের প্রতি নাড্ডার বার্তা, আপনাদের সবার ভালবাসা আর আশীর্বাদই আমার শক্তি ও প্রেরণা।