একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে ঘটে গেল বড় দুর্ঘটনা। ঘটতে পারত আরও বড় কিছু। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের একটি অস্থায়ী গ্যালারি হঠাৎ ভেঙে পড়ে। আর তাতে জখম হলেন কমপক্ষে ৫০ জন দর্শক। ঘটনাটি ঘটে কেরলের পালাকাডে।
দুর্ঘটনার মুহূর্তে স্টেডিয়ামে হাজির ছিলেন জাতীয় দলের দুই প্রাক্তন তারকা ফুটবলার আই এম বিজয়ন ও বাইচুং ভুটিয়া। যদিও তাঁরা সুরক্ষিতই রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, ফুটবল ম্যাচটি শুরু হওয়ার ঠিক আগেই ভেঙে পড়ে স্টেডিয়ামের সেই অস্থায়ী গ্যালারি।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মালাপ্পুরম জেলার পেরিনতালমান্নাতে অল ইন্ডিয়া সেভেনস টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তরুণ ফুটবলার আর ধনরঞ্জনের। তাঁর পরিবারকে আর্থিক সাহায্যের জন্যই এই প্রদর্শনী ম্যাচটি আয়োজন করা হয়েছিল। কিন্তু, ম্যাচ শুরুর আগেই বিপত্তি।






























































































































