ছাত্র সংঘর্ষে উত্তেজনা দিনহাটা কলেজে

0
1

ছাত্র সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়াল দিনহাটা কলেজ চত্বরে। অভিযোগ, সোমবার দিনহাটা কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করা হয়। এই নিয়েই তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা বাধে। পরে তা সংঘর্ষের আকার নেয়। রীতিমতো বাঁশ, লাঠি নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। বিশাল পুলিশবাহিনী দিনহাটা কলেজ চত্বরে পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে সাগর সরকার নামে এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অজয় রায়ের অনুগামী তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী সাবানা খাতুনের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি শাহেদ চৌধুরীর অনুগামী ছাত্ররা দিনহাটা কলেজের ছাত্রছাত্রীদের উপর হামলা চালায়। তাঁরা কলেজের ছাত্রীদের ইভটিজিং করে বলে অভিযোগ সাবানার। যদিও, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অপর গোষ্ঠী।