সর্বভারতীয় বিজেপি সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির বর্তমান কার্যনির্বাহী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত হতে চলেছেন তিনি। নাড্ডার মনোনয়নের অন্যতম প্রস্তাবক অমিত শাহ, রাজনাথ সিং ও নীতীন গডকড়ি। যাঁরা কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতি। আর কোনও মনোনয়ন জমা না পড়লে স্ক্রুটিনির পর দুপুর আড়াইটে নাগাদই ঘোষণা হয়ে যাওয়ার কথা নতুন সভাপতির নাম। এরপর দিল্লির বিজেপি সদর দফতরে বর্ণাঢ্য সম্বর্ধনা দেওয়া হবে দলের নতুন কাণ্ডারিকে। দলের প্রদেশ সভাপতি ও বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সাংসদ, মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।